১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বন্যা-পরবর্তী কৃষি পুর্নবাসনে এফএওর সহযোগিতা প্রয়োজন : কৃষি উপদেষ্টা

মো: জাহাঙ্গীর আলম চৌধুরী ও ড. জিয়াওকুন শি - নয়া দিগন্ত

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ২৩ জেলার মধ্যে ১১টিতে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্যা-পরবর্তী কৃষি পুর্নবাসনে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতা প্রয়োজন।

জবাবে এফএও-এর প্রতিনিধি ড. জিয়াওকুন শি জানিয়েচেন, বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে এফএও সবসময় সহযোগী হিসেবে কাজ করছে। এফএও সবসময় বীজ, কৃষি প্রযুক্তি, কারিগরি ও পরামর্শ সহায়তা দিতে প্রস্তুত।

বুধবার সচিবালয়ে কৃষি উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি ড. জিয়াওকুন শির নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশে সাম্প্রতিক বন্যায় কৃষির ক্ষয়ক্ষতি, কৃষির উন্নয়নে কারিগরি ও পরামর্শ সহায়তা, কৃষিজপণ্য রফতানি বহুমুখীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তারা।

শুরুতেই কৃষি উপদেষ্টা এফএও-এর প্রতিনিধি দলকে স্বাগত জানান। উপদেষ্টা বলেন, ‘এফএও অনেক বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করছে, আমরা আশা করি এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি বলেন, ‘বাংলাদেশের জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience (PARTNER) প্রকল্পে এফএও কারিগরি সহায়তা দিচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে জনগণের পুষ্টিমান নিশ্চিত হবে।’

পার্টনার প্রকল্পের ১৮টি কর্মসূচিতে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা করা হবে বলে এফএও প্রতিনিধি দল জানান।

কৃষি খাতের বিভিন্ন তথ্য (ডাটা) নিয়মিতভাবে এফএও-এর সাথে বিনিময় করার জন্য প্রতিনিধি আগ্রহ জানালে উপদেষ্টা এ বিষয়ে সবসময় সহযোগিতা করা হবে বলে জানান।

এফএও-এর প্রতিনিধি তার সংস্থার ‘এক দেশ এক পণ্য’ কর্মসূচির মাধ্যমে সদস্য দেশ সমূহের একটি কৃষি পণ্য/ফসল/ফল রফতানিতে সহযোগিতার কথা উল্লেখ করে বাংলাদেশের মৌসুমি ফল আম রফতানিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত অন্যান্য মৌসুমি ফলসহ বিভিন্ন শস্য, রফতানি সম্প্রসারণ ও বহুমুখীকরণে কাজ করার জন্য এফএও প্রতিনিধিদল আগ্রহ জানালে কৃষি উপদেষ্টা বলেন, ‘আমের পাশাপাশি আমাদের প্রচুর কাঁঠালও উৎপাদন হয়, রফতানির অগ্রাধিকারে কাঁঠালকেও রাখা যায়।’

কৃষিপণ্য রফতানির বিষয়ে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে বলে উপদেষ্টা জানান।


আরো সংবাদ



premium cement
বিপিএলের নতুন ধারণার প্রশংসা করেছেন ভক্তরা আধিপত্যবাদ উৎখাতেই সংহত হবে স্বাধীনতা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’সহ সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশ ‘অজ্ঞতানামা আসামি’ করার চর্চা বন্ধের প্রস্তাব পুলিশ সংস্কার কমিশনের শিল্প খাত বিকাশে পরিবেশ চাই যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন নেতানিয়াহু কারামুক্ত হলেন ডেসটিনির রফিকুল আমীন নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নেসকোর ৩ কর্মকর্তাকে বদলি ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা

সকল