১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী - ফাইল ছবি

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি নেই বলে মনে করছেন তিনি।

মঙ্গলবার (২ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

সৌজন্য সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, প্রত্যাশার চেয়ে বেশি সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক।

এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। একাডেমিক কাজ করতে আসা শিক্ষার্থীরা পড়ছেন চরম ভোগান্তিতে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement