১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার ইউসিবির সাথে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার উদ্যোগ

- ছবি : সংগৃহীত

এবার বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাথে সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ইউসিবি কর্তৃপক্ষকে ডেকে এ বিষয়ে উদ্যোগ নেয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। ইউসিবির পর্ষদের একজন সদস্য ও ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠক করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এ সময় ন্যাশনাল ব্যাংকের কেউ উপস্থিত ছিলেন না বলে বৈঠক সূত্রে জানা গেছে।

একীভূত হওয়া নিয়ে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ দ্বিধাবিভক্ত হলেও সরকার চাচ্ছে এটিকে একীভূত করতে। এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি।

এ নিয়ে গত এক মাসে সরকারি-বেসরকারি মিলিয়ে ১০টি ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।


আরো সংবাদ



premium cement