৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

বায়রার মহাসচিব পদে নোমান বহাল

বায়রার মহাসচিব পদে নোমান বহাল। - ছবি : সংগৃহীত

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ-বায়রার মহাসচিব পদে শামীম আহমেদ চৌধুরী নোমান বহাল হয়েছেন। একইসাথে অর্থসচিব পদে বহাল হয়েছেন মিজানুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন উইংয়ে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয়া হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি অনুষ্ঠিত বায়রার ৩২তম বার্ষিক সাধারণ (মূলতবী) সভায় (এজিএম) উপস্থিত সদস্যদের উত্থাপিত দাবির মুখে শামীম আহমেদ চৌধুরী নোমান ও মিজানুর রহমানকে তাদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। মহাসচিব পদে আসীন করা হয় আলী হায়দার চৌধুরীকে এবং অর্থ সচিব করা হয় মো: বেলাল হোসেন মজুমদারকে। একইভাবে ওই সভায় বায়রার প্রধান উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয়া হয় সংগঠনটির সাবেক সভাপতি মোহা. নূর আলীকে।

বায়রার কমিটিতে এমন পরিবর্তনের অভিযোগ বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের (বাণিজ্য সংগঠন)কাছে যায়। শুনানি শেষে গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য-২ শাখা থেকে শামীম আহমেদ চৌধুরী নোমান ও মিজানুর রহমানকে অপসারণকে অবৈধ ঘোষণা করে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী প্রতিবছর বায়রার এজিএম হওয়ার কথা। কিন্তু, করোনাকালের দুই বছরসহ এবং কমিটি না থাকার কারণে আরো দুই বছর (প্রশাসক) মোট চার বছর কোনো এজিএম হয়নি। কোম্পানি আইন অনুযায়ী পূর্ববর্তী বছরে এজিএম না হলে আদালতের অনুমতি নিয়ে এজিএম করতে হয়। কিন্তু বায়রার বর্তমান কমিটি গত ফেব্রুয়ারিতে যে এজিএম করেছে তাতে কোনো অনুমোদন ছিল না। ফলে এই এজিএম কোম্পানি আইনের বিধান পরিপন্থী বলে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আরো বলা হয়, প্রচলিত বিধান অনুযায়ী কারণ দর্শানোর সুযোগ প্রদান ব্যতিরেখে সভায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ সঠিক নয় মর্মে বিবেচিত হওয়ায় শামীম আহমেদ চৌধুরী নোমান (মহাসচিব) এবং মিজানুর রহমান (অর্থ সচিব)-এর কার্যনির্বাহী কমিটি থেকে বহিষ্কার আদেশ বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৫(৩) (চ) ধারার ক্ষমতাবলে বাতিল করা হলো। বায়রার কার্যনির্বাহী কমিটি কর্তৃক অবিলম্বে কোম্পানি আইন, ১৯৯৪-এর বিধান প্রতিপালন পূর্বক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য যে, দীর্ঘ প্রায় চার বছর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ২০২২-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন হয়। এতে আবুল বাশার সভাপতি ও শামীম আহমেদ চৌধুরী নোমান মহাসচিব নির্বাচিত হন। তারা দু'জনই এর আগে একই পদে দায়িত্ব পালন করেন।


আরো সংবাদ



premium cement
পোশাক শিল্পে কর্মপরিবেশ ফিরিয়ে এনেছে সরকার : আসিফ মাহমুদ ববির প্রো-ভিসি হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ‘ফুল টাইম’ প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন, জেলা-উপজেলা ও পৌরসভা সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন : ভলকার তুর্ক ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির স্পেনে বন্যায় ৬৩ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অটোপাস দেয়া হবে না : ভিসি রমজান উপলক্ষে সয়াবিন তেল, চিনি ও ছোলা সংগ্রহ করবে সরকার আড়াইহাজারে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২ রক্তের বিনিময়ে অর্জিত ২য় স্বাধীনতা ছিনিয়ে নিতে ফ্যাসিস্ট হাসিনা গভীর ষড়যন্ত্র করছে : বাদশা

সকল