ঢাকা দক্ষিণ সিটির ৩৬৩২ কোটি টাকার বাজেট ঘোষণা
- অনলাইন প্রতিবেদক
- ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৯, আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৯- ২০২০ অর্থবছরের জন্য ৩৬৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রোববার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বাজেটে আগের বছরের স্থিতি রয়েছে ২০২ কোটি টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ৯৭২ কোটি ৮০ লাখ টাকা, অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৭ লাখ টাকা। বাজেটে সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ২৪৪৮ কোটি ৯৩ লাখ টাকা।
নতুন ঘোষিত বাজেটে মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৬২৯ কোটি ৩৭ লাখ টাকা। অন্যান্য খাতের ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন কোটি টাকা।
নতুন বাজেটের মূল ব্যয়ের প্রধান খাত তথা মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৮৯৪ কোটি ৯৩ লাখ টাকা। বছর শেষে ১০৩ কোটি ৬০ লাখ টাকা তহবিলের স্থিতি রাখার কথাও বাজেটে বলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা