উত্থান দিয়ে সপ্তাহ শুরু, সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২
সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস তিন পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানি ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১১ পয়েন্ট।
সারাদিনের ক্রয়-বিক্রয়ে মোট ৪৮৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৬৫ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৭, কমেছে ১২৪ এবং অপরিবর্তিত আছে ৫৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসেবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও, দাম কমেছে ‘জেড’ ক্যাটাগরির বেশিভাগ কোম্পানির। জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫, কমেছে ৪৪ এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে বেশিভাগের। ৩৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে এক এবং অপরিবর্তিত আছে ৩ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানির ৩৯ লাখ শেয়ার আট কোটি ২৩ লাখ টাকায় বেচাকেনা হয়েছে। এর মধ্যে যমুনা ব্যাংক সর্বোচ্চ আট লাখ ১০ হাজার টাকার শেয়ার এক কোটি ৭০ লাখ টাকায় বিক্রি করেছে।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দরবৃদ্ধির শীর্ষে ছিল এস আলম কোল্ড রোলস স্টিলস লিমিটেড। একদিনের লেনদেনে ‘বি‘ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। অন্যদিকে সাড়ে পাঁচ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে নেমে এসেছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।
চট্টগ্রামের পুঁজিবাজার
ঢাকার মতো সূচকের উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রামের বাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া ২১২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯, কমেছে ৭৮ এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম। সূচক বাড়লেও গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে সিএসইতে। সারাদিনে সিএসইতে মোট ১০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১৩ কোটি টাকা।
ঢাকার বাজারের মতো চট্টগ্রামেও ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে এস আলম কোল্ড রোলস স্টিলস লিমিটেড। অন্যদিকে ১০ শতাংশ দাম হারিয়ে তলানিতে আইসিবি ইমপ্লোয়িস প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা