বাণিজ্য মেলায় আবারো ট্রফি অর্জন মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্সের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫-এ প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন স্টল ক্যাটাগরিতে আবারো ট্রফি অর্জন করেছে আমানত শাহ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্স গ্রুপ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে শিল্প প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫-এ প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন স্টল ক্যাটাগরিতে আবারো ট্রফি অর্জন করেছে আমানত শাহ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্স গ্রুপ। এ সাফল্য ও অর্জনে আমরা গর্বিত।’
বিবৃতিতে আরো জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন থেকে গ্রুপের স্বত্বাধিকারী এবং আমানত শাহ গ্রুপের পরিচালক মিয়া মো: যুবায়ের আমিন সেই ট্রফি গ্রহণ করেছেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, এফবিসিসিআই-এর প্রশাসক মো: হাফিজুর রহমান।
সাফল্যের এই ধারাবাহিকতাকে গতিময় করার প্রত্যয় জানিয়ে শিল্প প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, সাফল্যের এই ধারাবাহিকতা আমাদের চলার পথকে করবে আরো গতিময়। এই সাফল্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবান জানায় প্রতিষ্ঠানটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা