উত্থান দিয়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০
সপ্তাহের প্রথম কার্যদিবসে দিনের শুরু থেকেই সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে, যে ধারা বজায় ছিল দিনের শেষভাগ পর্যন্ত।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১ দশমিক ৫ পয়েন্ট এবং ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৪ পয়েন্ট।
সারাদিনের লেনদেন দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৭, কমেছে ১৫৫ এবং অপরিবর্তিত আছে ২২ কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৯ কোম্পানি বিভিন্নহারে বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ফেস ভ্যালুর ওপর তৃতীয় প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে।
বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও ‘এ’ ক্যাটাগরির অধিকাংশ কোম্পানি ছিল দাম কমার তালিকায়। এই ক্যাটাগরিতে দাম কমেছে ১০২ কোম্পানির, বেড়েছে ৮৫ এবং অপরিবর্তিত আছে ৩০ কোম্পানির শেয়ারের দাম।
‘বি’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৫৩, কমেছে ২২ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ দাম বেড়েছে ৪৯, কমেছে ২৮ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া ৩৭ মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম ছিল অপরিবর্তিত। দাম বেড়েছে ১১ কোম্পানির, কমেছে ৯ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে মোট ৩৩ কোম্পানির ৫১ লাখ শেয়ার ১৮ কোটি টাকায় লেনদেন হয়েছে। এর মধ্যে বিচ হ্যাচারি লিমিটেড একাই শেয়ারপ্রতি ৯৬ দশমিক ৯০ টাকা সর্বোচ্চ দরে ৬ লাখ ১৫ হাজার ৯৩৪ শেয়ার ৫ কোটি ৮৩ লাখ টাকায় বিক্রি করেছে।
আজ দরবৃদ্ধির শীর্ষে আছে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি গোল্ডেন সন লিমিটেড। এক দিনের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। এদিকে জিল বাংলা স্যুগার মিলস লিমিটেডের শেয়ারের দাম ৫ দশমিক ৯৭ শতাংশ কমে অবস্থান করছে দরপতনের শীর্ষে।
ডিএসইতে প্রধান সূচক বাড়লেও সূচক কমেছে এসএমই খাতে। এক দিনের লেনদেনে ১৮ পয়েন্ট হারিয়ে এসএমই ইনডেক্সে সূচক কমেছে দেড় শতাংশের বেশি। লেনদেন হওয়া ১৮ কোম্পানির মধ্যে দাম কমেছে ১২ এবং বেড়েছি ৬ কোম্পানির শেয়ারের দাম।
সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেন কমেছে ৩৩ কোটি টাকা। দিন শেষে ঢাকার পুঁজিবাজারে মোট ৩৫৬ কোটি টাকার সূচক এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩৮৯ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সারাদিনের লেনদেনে সার্বিক সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। লেনদেন হওয়া ২০৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭, কমেছে ৭৩ এবং অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই'র মতোই সূচক বাড়লেও লেনদেন কমেছে সিএসইতে। গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৮ কোটি ৬০ লাখ টাকা। সারাদিনে সিএসইতে মোট ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা