০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

প্রথমবার ব্রাজিলের সাও পাওলোতে বাংলাদেশী পণ্যের মেলা ১৫ জুন

প্রথমবার ব্রাজিলের সাও পাওলোতে বাংলাদেশী পণ্যের মেলা ১৫ জুন - ছবি : সংগৃহীত

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের আয়তন ৮৫ লাখ বর্গমাইল আর বাংলাদেশের ১ লাখ বর্গমাইল। ব্রাজিল আয়তনের দিক দিয়ে ৮৪ লাখ বর্গমাইল বড় হলেও জনসংখ্যার দিকে দিয়ে বাংলাদেশের সমান। ব্রাজিল থেকে দেশে আমদানি হয় চিনি, সয়াবিন তেল। দেশ থেকে রফতানি হয় পোশাক। ব্রাজিলের বাজারে বাংলাদেশী পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এটিকে কাজে লাগাতে আগামী ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো বাংলাদেশী পণ্য নিয়ে মেলা বসবে।

‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’ নামের মেলায় রফতানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং ল্যাটিন আমেরিকায় বিশেষ করে ব্রাজিলে নেটওয়ার্কিং সহজতর করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করছে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে সাও পাওলোতে বাংলাদেশী পণ্যের মেলার সুবিধা তুলে ধরে এসব কথা বলেন।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাচে সিলভিও লুইজ রদ্রিগেস টেস্টাসেকা, ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) -এর পরিচালক ইমরান চৌধুরী, বিজিএমইএ’র সাবেক পরিচালক এ এম সেলিম উদ্দিন, কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. -এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার এসোসিয়েশনের মুহাম্মদ ফরহাদ উদ্দিন ও চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী বক্তব্য রাখেন।

এ সময় ব্রাজিলে অনুষ্ঠিতব্য ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো, ২০২৫’ সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন বিবিসিসিআই -এর মহাসচিব মো: জয়নাল আবেদীন।

চট্টগ্রামের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি বলেন, ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করতে হলে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়াতে হবে। আগামী ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠেয় এক্সপো দুই দেশের ব্যবসায়ীদের সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ব্রাজিলের সাথে পার্শ্ববর্তী দেশ আর্জেন্টিনা ও উরুগুয়েসহ ল্যাটিন আমেরিকান দেশগুলোর মধ্যে বাংলাদেশী পণ্যের পরিচিতি তুলে ধরতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ ব্রাজিল হচ্ছে ল্যাটিন আমেরিকার গেটওয়ে। এছাড়াও বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যে কাজ করছে দূতাবাস। পাশাপাশি বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা এবং ট্রেড ফ্যাসিলেশন বাড়ানোর লক্ষ্যে দূতাবাস ব্রাজিল সরকারের সাথে কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে আজ শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের পরিচালক ইমরান চৌধুরী জানান, ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’ ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগ ব্যবসাকে তাদের উৎকর্ষ প্রদর্শন এবং অর্থপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি নিশ্চিত, এ অনুষ্ঠান পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় ব্রাজিল অ্যাম্বেসীর ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি, ব্রাজিল বাংলাদেশ চেম্বারের পরিচালক ইমরান চৌধুরী, চেম্বারের সেক্রেটারি জেনারেল মো: জয়নাল আবেদীন, চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিচ কচি, সদস্য মুস্তফা নঈম, মো: শহীদুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ, রফিকুল ইসলাম সেলিম, মজুমদার নাজিম উদ্দিন প্রমুখ।
সূত্র : বাসস

 


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল