২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

পাকিস্তান-বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের বিকল্প নেই : হাইকমিশনার

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে দেশটির বাণিজ্য প্রতিনিধিদলের সাথে চট্টগ্রামের ব্যবসায়ীদের মতবিনিময় সভা - ছবি : বাসস

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা প্রয়োজন। এ জন্য ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের কোনো বিকল্প নেই।

তিনি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে হাইকমিশনারের নেতৃত্বে পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধিদলের সাথে চট্টগ্রামের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা সভায় সভাপতিত্ব করেন।

হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য থাকলেও বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, এ বাণিজ্য ঘাটতি কমাতে হবে। শুধুমাত্র পাকিস্তান থেকে রফতানি বাড়ানোর কথা চিন্তা না করে বাংলাদেশ থেকেও কিভাবে রফতানি বাড়ানো যায় সে লক্ষ্যেও কাজ করা প্রয়োজন।

তিনি বলেন, গত কয়েক মাস ধরে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন লক্ষ্যণীয়।

এরই অংশ হিসেবে দু’দেশের মধ্যে সরাসরি নৌ-যোগাযোগ শুরু হয়েছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে।

দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কোন্নয়নে ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ এবং ব্যবসার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য চট্টগ্রামের ব্যবসায়ীদের পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি।

চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের ধর্মীয়, ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে মিল রয়েছে। দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক থাকলেও বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পণ্য পাকিস্তানে রফতানি হয় না। বাংলাদেশের ১৯তম আমদানিকারক দেশ পাকিস্তান এবং প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়।

বিশেষ করে ননট্যারিফসহ উভয়দেশই বাণিজ্য বাধা দূর করে সাফটা ও ডি-৮ পিটিএ কার্যকর করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর করার আহ্বান জানান তিনি।

চিটাগাং চেম্বার প্রশাসক আরো বলেন, বাংলাদেশ ও পাকিস্তান কৃষিনির্ভর দেশ। তাই উভয় দেশের এই সেক্টরে উন্নয়নের জন্য প্রযুক্তিগত এবং নলেজ শেয়ারের ওপর গুরুত্ব দিতে হবে। পাকিস্তানি ব্যবসায়ীদের এই সফরের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত বিনিময় ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান তিনি।

পাকিস্তান দূতাবাসের ট্রেড ইনভেস্টমেন্ট অ্যাটাশে জাইন আজিজ বলেন, আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে যেকোনো সমস্যা সমাধানে প্রস্তুত পাকিস্তানি দূতাবাস।

এ জন্য আমদানির ক্ষেত্রে কোনো সমস্যা উদ্ভূত হলে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্য বক্তারা বলেন, বাংলাদেশে রয়েছে পাকিস্তানি খেজুর ও মাল্টাসহ পাকিস্তানি বিভিন্ন ফলের চাহিদা। তাই এসব ফল গুণগতমান বজায় রেখে রফতানির আহ্বান জানান ব্যবসায়ীরা। পাকিস্তানের সাথে ধর্মীয় মিল থাকায় বাংলাদেশের পর্যটন স্পটগুলোতে পাকিস্তানিদের আমন্ত্রণ জানান তারা।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অথরিটি অব পাকিস্তান’র সহকারী পরিচালক সারাং গুল, পাকিস্তানের রিশাদ মতিন গ্রুপের পরিচালক সাজিয়া মতিন, সল্ট হাউস পাকিস্তান’র মোহাম্মদ শফিক, সাংগো এন্টারপ্রাইজ’র বাবর আমিন মালিক, আদিল ট্রেডার্স’র মোহাম্মদ আদিল, রোশান গ্রুপের খালিদ ইজাজ কোরেশি, বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার এসোসিয়েশন’র মুহাম্মদ ফরহাদ উদ্দিন, অনুরা এন্টারপ্রাইজ’র মোহাম্মদ রাশেদুল ইসলাম, মায়া এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার’র মো: মশিউর রহমান সৈকত, রয়েল বিচ রিসোর্ট’র মোহাম্মদ জয়নাল আবেদিন ও জামি এন্টারপ্রাইজ’র মো: সাইফুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা ও ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন’র সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement