২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ব্যাংক শেয়ারের মালিকানা হস্তান্তরে নতুন আইন পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক - ছবি : ইউএনবি

ব্যাংকগুলোর শেয়ারের মালিকানা হস্তান্তর ও আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ব্যাংককে আরো ক্ষমতা দিতে নতুন একটি বিশেষ আইন করতে যাচ্ছে সরকার। সরকারের সাথে পরামর্শক্রমে ব্যাংক শেয়ারের মালিকানা পরিবর্তন, একীভূতকরণ, অবসায়ন ও অধিগ্রহণে কেন্দ্রীয় ব্যাংককে ক্ষমতা দিতে ইতোমধ্যে নতুন ওই আইনের খসড়া তৈরি করা হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ও ব্যবসায়ী গোষ্ঠীর বেশকিছু ব্যাংকের মালিকানায় থাকার কারণে যে উদ্বেগ রয়েছে-সেই প্রেক্ষাপটেই এই আইন করা হচ্ছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ব্যাংক রেগুলেশন অ্যাক্ট’ নামের এই বিশেষ আইনের খসড়া ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে। আইনটি পাস হলে ব্যাংক শেয়ারের মালিকানা হস্তান্তর, দুর্বল ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণে মালিকের অনুমোদন লাগবে না। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন করলেই সেটা করা সম্ভব হবে।

এছাড়া, ভবিষ্যতে পুরনো মালিক আদালতে চ্যালেঞ্জ করলেও তা টিকবে না। অর্থাৎ, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও সম্ভাব্য ক্রেতারা আইনি সুরক্ষা পাবেন।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আইনটির খসড়া করা হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মতামত নেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের লিগ্যাল ডিপার্টমেন্টেরও মতামত নেয়া হবে।’

‘এরপর তা পাঠানো হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অংশীজনদের সাথে মিটিং করবে। সেখানে দেশের ব্যাংকগুলোর প্রতিনিধি, আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।’

খুব শিগগিরই এই মিটিং হবে বলে জানান ওই কর্মকর্তা।

ব্যাংকের যেসব শেয়ারহোল্ডার/মালিক-যার শেয়ার সরকার ক্রোক করবে-সেটি ঋণ পরিশোধ বা কর পরিশোধ যে কারণেই হোক, অথবা তিনি ব্যাংকের মালিকানায় থাকার যোগ্যতা হারিয়েছেন বলে প্রমাণিত হয়েছে, এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের বিষয়টিও প্রস্তাবিত আইনে রাখা হয়েছে।

এসব শেয়ার বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে প্রথমে দায়দেনা বা ঋণ শোধ করা হবে, তারপর উদ্বৃত্ত থাকলে সেটি তাদের হিসাবে জমা করা হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
আবারো বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব ঢাবিতে শহীদ দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেয়া হবে না : জয়নুল আবেদীন বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নিতে হবে : ভিসি ড. আমানুল্লাহ বিচার বিভাগ সংস্কার কার্যক্রমে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে : প্রধান বিচারপতি এ বছরের মধ্যেই নির্বাচন শেষ করুন : মাহবুব উদ্দিন খোকন ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ, বড় চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া মালয়েশিয়ায় ১৩ দেশের শিল্পী ও নাগরিকের অংশগ্রহণে মাতৃভাষা দিবস পালন ডিভাইস আসক্তি থেকে ফেরাতে রাজধানীতে শিশুমেলা সুনামগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতারে বিএনপির দু’পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

সকল