০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

নভেম্বরে দেশের রফতানি প্রবৃদ্ধি ১৫.৬৩ শতাংশ

নভেম্বরে দেশের রফতানি প্রবৃদ্ধি ১৫.৬৩ শতাংশ - ছবি : সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরের নভেম্বর মাসে রফতানি আয় থেকে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার। যা গত অর্থবছরের বছরের নভেম্বরের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস, অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট ১ হাজার ৯৯০ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় তা পৌনে ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।

রফতানি আয়ের মধ্যে কৃষি খাতে ১৫ দশমিক ৮২ শতাংশ এবং ম্যানুফ্যাকচারিং খাতে ১৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া হোম টেক্সটাইল রফতানি ২০ দশমিক ৭৪ শতাংশ এবং প্রাণিজ পণ্যে রফতানি সর্বোচ্চ ১২৫ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে প্রধান রফতানি খাতগুলোর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে রফতানি খাতের সক্ষমতা তুলে ধরে ইপিবির নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রফতানি খাতে নভেম্বর মাসে ১৫ দশমিক ৬৩ শতাংশ এবং জুলাই-নভেম্বর সময়ে ১১ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ থেকে বুঝা যায়, রফতানি খাত ঘুরে দাঁড়িয়েছে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement