০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন

কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট (কেজিআরই) একক আবাসন মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) কৃষিবিদ গ্রুপের প্রধান কার্যালয়ের অষ্টমতলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ একক আবাসন মেলা ২০২৪-এর উদ্বোধন করা হয়।

প্রতি দিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সপ্তাহব্যাপী এ মেলা ১ থেকে ৭ ডিসেম্বর কৃষিবিদ গ্রুপের প্রধান কার্যালয়ে চলবে।

জাঁকজমকপূর্ণ মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: আলী আফজাল ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো: আলমগীর, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম সালাহউদ্দিন, কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আলিকরিম বিশ্বাস এবং কৃষিবিদ সি প্যালেসের প্রকল্প পরিচালক মো: মোস্তাফিজুর রহমান।

এছাড়া, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং হেড মো: আরিফ খান এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং হেড হাসান আশেক মাহমুদ ও কৃষিবিদ গ্রুপের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

একক আবাসন মেলায় ঢাকায় প্লট, ফ্ল্যাট এবং কুয়াকাটার প্রথম ফাইভ স্টার হোটেল শেয়ার, যেকোনো একটি বুকিং দিয়ে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান গ্রাহকবৃন্দ জিতে নিতে পারেন কক্সবাজারে দু’ রাত তিন দিনের কাপল ট্রিপের সুবর্ণ সুযোগ। এছাড়াও মেলায় থাকছে প্লট, ফ্ল্যাট এবং পাঁচ-তারকা হোটেল শেয়ারে আকর্ষণীয় সব ডিসকাউন্ট অফার। অতিথিরা এখানে বিশেষ অফারের সুযোগ, রিয়েল অ্যাস্টেট এক্সপার্টদের পরামর্শ এবং কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেটের মান, উদ্ভাবন এবং সেবা নেয়ার সুযোগ পাবেন। এ সুবর্ণ সুযোগ নিতে সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

তারিখ : ১ থেকে ৭ ডিসেম্বর ২০২৪
সময় : বিকাল ২টা থেকে রাত ৮টা
স্থান : প্রধান কার্যালয়, কৃষিবিদ গ্রুপ, ৮০১, বেগম রোকেয়া সরণি, কাজিপাড়া, মিরপুর, ঢাকা।

বিস্তারিত জানতে ভিজিট করুন : https://www.facebook.com/events/962854112327716
আমাদের ওয়েবসাইট সমূহ : www.krgebd.com, www.krishibidcity.com, www.kplbd.com, www.krishibidseapalace.com.


আরো সংবাদ



premium cement
চোরতন্ত্রে পরিণত হয় দেশ বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক তাঁবেদার রেজিম উৎখাতে ভারতের নীতিনির্ধারকরা এখন বেসামাল বাংলাদেশী সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির কাছে আবদার মমতার মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয়

সকল