২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চিশিং ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত

নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চিশিং ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত -

নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে চিশিং কোম্পানি। এ উপলক্ষে মঙ্গলবার মঙ্গলবার ঢাকার রেডিসন ব্লুতে ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও চীনের তৈরি পোশাক খাতের শীর্ষ নেতারা উপস্থিতি আটটি চুক্তিতেও সই হয়েছে।

জমজমাট এই অনুষ্ঠানে চিশিং তাদের পরিচিতি তুলে ধরে বিশ্বব্যাপী তাদের ভূমিকার কথা প্রকাশ করে। বাংলাদেশেও তাদের অবস্থান তুলে ধরা হয়। বাংলাদেশের বস্ত্র খাতের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি দেয়া হয়।

এতে সুতা উৎপাদন থেকে সকল ধাপ পেরিয়ে একটি পোশাক কিভাবে পরিধানযোগ্য হয়ে ওঠে, তা দেখানো হয়। তাছাড়া চিশিং সোয়েটার ডিজাইন টিমের সর্বশেষ কাজ প্রকাশ করার জন্য একটি চিত্তাকর্ষক গ্র্যান্ড ফ্যাশন শো, চিশিংয়ের পণ্য, প্রযুক্তি এবং অন্যান্য শিল্প সুবিধা প্রদর্শন করে

এতে বাংলাদেশের ৩০০-টিরও বেশি প্রভাবশালী সোয়েটার উৎপাদনকারী কোম্পানির মালিক ও নির্বাহীদেরসহ মূল শিল্প স্টেকহোল্ডাররা একত্রিত ছিলেন। এতে বিজিএমইএ ফ্যাশন টেকনোলজি ইউনিভার্সিটি (বিইউএফটি), বাংলাদেশের সুপরিচিত ফ্যাশন স্কুল, বুনন শিল্পের ক্ষেত্রে উচ্চ-সম্পন্ন প্রতিভায় যৌথভাবে সহযোগিতা অন্বেষণ করতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে বাংলাদেশ হলো অন্যতম গুরুত্বপূর্ণ সুয়েটার উৎপাদনকারী। তবে স্থানীয় শ্রমিকের ব্যয় অব্যাহতভাবে বাড়তে থাকায় সুয়েটার শিল্পের রূপান্তর ও হালনাগাদের ব্যাপক প্রয়োজন হয়ে পড়েছে। তাছাড়া স্টাইলে বৈচিত্র্য আনা, ইউরোপিয়ান ও আমেরিকান ক্রেতাদের বর্তমান প্রয়োজন পূরণ করার জন্য নতুন কম্পিউটারাইজড ফ্ল্যাট নিটিং মেশিনের প্রয়োজন। চিশিং এই প্রয়োজন পূরণে এগিয়ে এসেছে।

চিশিং স্থানীয় বিখ্যাত কোম্পানিগুলোর সাথে সহযোগিতা আটটি চুক্তিও করে। এসবের মধ্যে রয়েছে বিএসকেএল, সিজিং, নিট এশিয়া এবং সিজিং, বেটেক্স এবং সিজিং, নেক্সাস, সিজিং, টুয়েলভেটেক্স, সুইজটেক।

নিংবো চিশিং গ্রুপের চেয়ারম্যান ফ্র্যাঙ্ক সান অনুষ্ঠানে বলেন, আধুনিক উৎপাদন সরঞ্জাম এবং ডিজিটাল উৎপাদন কারখানা ক্ষেত্রে এটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নিত্য নতুন উৎপাদন শিল্পে উদ্ভাবন এবং উন্নয়ন প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে গড়ে ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

তিনি আরো বলেন, ২০২৩ সালে আমাদের প্রায় ৩০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। ২০২৪ সালে আমরা ৪০ হাজার ইউনিট বিক্রি হবে বলে আশা করছি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় তিন লাখ ইউনিট অপারেশনে চিশিং পণ্যের বিশ্বব্যাপী বাজারের শেয়ারের প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, চেয়ারম্যান জোর দিয়েছিলেন যে বাংলাদেশ, বৈশ্বিক পোশাকশিল্পের একটি প্রধান উৎপাদনকারী দেশ হিসেবে আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর, নিটওয়্যার পেশাদার এবং স্থানীয় নিটওয়্যার উৎপাদনকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

সকল