০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, empty
`

আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

- ছবি : নয়া দিগন্ত

ব্যাংক থেকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র হুসনে আরা শিখা এ কথা বলেন।

তিনি বলেন, কিছু গ্রাহক প্রয়োজন ছাড়া আমানতের টাকা তুলে তা অন্য ব্যাংকে জমা করছেন। এর ফলে কোনো কোনো ব্যাংক টাকা দিতে গিয়ে সমস্যায় পড়ছে। একযোগে অনেক গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না।

তিনি আরো বলেন, ‘শুধুমাত্র তারা যদি প্রয়োজনের টাকাটা উত্তোলন করতেন তাহলে তারল্য সঙ্কট এত প্রকট আকার ধারণ করতো না।’

বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ‘আমরা সব আমানতকারীকে আহ্বান করছি, প্রয়োজনের বেশি টাকা ব্যাংক থেকে তুলবেন না। আমরা আস্থা ফেরাতে চাই। এ জন্য কাজ চলছে। যেসব ব্যাংকে সমস্যা হয়েছে, সেগুলোর পর্ষদে ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে।’

তিনি বলেন, ‘এক ব্যাংক থেকে তুলে আরেক ব্যাংকে রাখার এই প্রবণতা থেকে যদি গ্রাহকরা বেরিয়ে আসেন তাহলে এই সমস্যার সমাধান অচিরেই সমাধান করা সম্ভব।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement