০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

ভারতে গেল ৪১০ টন ইলিশ

- প্রতীকী ছবি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭ চালানে ভারতে গেল ৪১০ টন ইলিশ।

এরমধ্যে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০ ট্রাকে ৫৪ টন, গত শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন, গত রোববার ৬ ট্রাকে ১৯ টন, গত সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন।

মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন এবং আজ শনিবার সন্ধ্যার পর ১৩ ট্রাকে করে ৪২ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ ডলার। যা বাংলাদেশী ১ হাজার ১৮০ টাকা দরে।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ইলিশ রফতনির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সাথে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ রফতানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সাথে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির বলেন, বেনাপোল দিয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ৭ চালানে ভারতে গেল ৪১০ টন ইলিশ।

তিনি আরও বলেন, রফতানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement