২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

উচ্চ মূল্যস্ফীতি কমাতে যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর - ছবি : বিবিসি

দেশের বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নতুন করে টাকা না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় ব্যাংকখাত নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ‘টাকা ছাপিয়ে সাময়িক স্বস্তি মিললেও সমস্যার সমাধান হবে না। মানুষের কষ্ট আরো বাড়বে। এ জন্য আমরা টাকা না ছাপানো ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি।’

দুর্বল ব্যাংকগুলোর মধ্যে এখন যেগুলোর টাকার প্রয়োজন হচ্ছে, সেটি অন্য ব্যাংক থেকে জোগান দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন গভর্নর।

‘এ পদক্ষেপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। মানুষের ক্ষোভ ও কষ্ট কমাতে পারলে, সেটি বড় অর্জন হবে,’ বলেন তিনি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement