‘বিদ্রাহী’ কবিতা নিয়ে ভুল ভাঙালেন কবি হাসান আলীম
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রাহী’-এর দার্শনিক ভাব বুঝতে না পেরে যারা তাকে ভুলে বুঝেছেন, তাদের ভুল ভেঙে দিয়েছেন কবি হাসান আলীম। অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রতিদ্বন্দ্বী তথাকথিত বুদ্ধিজীবীদের অপ্রচারের মোকাবেলায় উজ্জ্বল প্রদীপের আলো জ্বালিয়ে কুসংস্কার ও ধর্মান্ধতার কুয়াশা দূর করেছেন।’
শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর বড় মগবাজার বেলালাবাদ কলোনির নজরুল একাডেমি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রাহী’-এর ওপর কবি ও গবেষক হাসান আলীমের গবেষণামূলক গ্রন্থ ‘কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দন তত্ত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
নজরুল একাডেমির সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত জনাব মাসউদ মান্নানের সভাপতিত্বে নজরুল একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. মাহবুব হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট নজরুল গবেষক ও নজরুল সঙ্গীতজ্ঞ জনাব মিন্টু রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল একাডেমির সহ-সভাপতি মোহাম্মাদ আবদুল হান্নান। প্রবন্ধ উপস্থাপন করেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কবি ও গীতিকার জাকির আবু জাফর, অধ্যাপক ড. ফজলুল হক সৈকত। অতিথি আলোচক ছিলেন কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, কবি ও সাংবাদিক ফারুক মোহাম্মাদ ওমর এবং সাহিত্যিক ও অনুবাদক আনিস ফাতেমা।
জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন কবি শামীমা চৌধুরী ও রুকসানা ইমাম।
সবার জন্য উন্মুক্ত নজরুল একাডেমি আয়োজিত অনুষ্ঠানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সকল ভক্ত ও সাহিত্যানুরাগীরা ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে উপভোগ করেছেন।
-প্রেস বিজ্ঞপ্তি