২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘বিদ্রাহী’ কবিতা নিয়ে ভুল ভাঙালেন কবি হাসান আলীম

নজরুল একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা। - ছবি : সংগৃহীত

‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রাহী’-এর দার্শনিক ভাব বুঝতে না পেরে যারা তাকে ভুলে বুঝেছেন, তাদের ভুল ভেঙে দিয়েছেন কবি হাসান আলীম। অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রতিদ্বন্দ্বী তথাকথিত বুদ্ধিজীবীদের অপ্রচারের মোকাবেলায় উজ্জ্বল প্রদীপের আলো জ্বালিয়ে কুসংস্কার ও ধর্মান্ধতার কুয়াশা দূর করেছেন।’

শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর বড় মগবাজার বেলালাবাদ কলোনির নজরুল একাডেমি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রাহী’-এর ওপর কবি ও গবেষক হাসান আলীমের গবেষণামূলক গ্রন্থ ‘কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দন তত্ত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

নজরুল একাডেমির সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত জনাব মাসউদ মান্নানের সভাপতিত্বে নজরুল একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. মাহবুব হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট নজরুল গবেষক ও নজরুল সঙ্গীতজ্ঞ জনাব মিন্টু রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল একাডেমির সহ-সভাপতি মোহাম্মাদ আবদুল হান্নান। প্রবন্ধ উপস্থাপন করেন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কবি ও গীতিকার জাকির আবু জাফর, অধ্যাপক ড. ফজলুল হক সৈকত। অতিথি আলোচক ছিলেন কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, কবি ও সাংবাদিক ফারুক মোহাম্মাদ ওমর এবং সাহিত্যিক ও অনুবাদক আনিস ফাতেমা।

জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন কবি শামীমা চৌধুরী ও রুকসানা ইমাম।

সবার জন্য উন্মুক্ত নজরুল একাডেমি আয়োজিত অনুষ্ঠানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সকল ভক্ত ও সাহিত্যানুরাগীরা ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে উপভোগ করেছেন।

-প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল