১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ জন

- ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে দু’জন মারা গেছে। এদের দু’জনই ঢাকার বাইরের। আজ মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩১১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ২৩১ জন ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৭৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে এক হাজার ৪০৬ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে তিন লাখ ১৭ হাজার ৯৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে এক লাখ নয় হাজার ১৮১ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ৮ হাজার ৭৭৫ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৬৬৭ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৯৬১ জন ও ঢাকার বাইরে ৭০৬ জন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৩০৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে এক লাখ সাত হাজার ৬৪৫ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন দুই লাখ ছয় হাজার ৬৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২৭৯ জন। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল