২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ১২

দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ১২ - ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ১২ জন।

আক্রান্তদের মধ্যে পাঁচজন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বাকি সাতজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৩ জন ঢাকার মধ্যে ও ৫০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০১ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২৩ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৩২৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৫৮ জন ঢাকার বাসিন্দা। আর বাকি ১৭০ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement