২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

'ভাইরাসটি দমন করুন, দমন করুন, দমন করুন'

'ভাইরাসটি দমন করুন, দমন করুন, দমন করুন' - ছবি : সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ শুধুমাত্র তখনি সম্ভব যদি বিভিন্ন দেশের সরকার জনগোষ্ঠীর ভেতর সংক্রমণ রোধে ব্যবস্থা নেয়।

তিনি বলছেন, টিকা ছাড়া এই ভাইরাস নিয়ন্ত্রণের মূল উপায় হলো : হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা। সেই সঙ্গে কঠোরভাবে পরীক্ষা করা, চিহ্নিত করা এবং আলাদা করে ফেলা।

তিনি বলছেন, পুনরায় নিরাপদে স্কুল খোলার আগে সরকারকে জনগোষ্ঠীর ভেতর রোগটির সংক্রমণ ভালোভাবে নিয়ন্ত্রণে আনার সব ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে।

''করোনাভাইরাসের ক্ষেত্রে আমার পরিষ্কার বার্তা হচ্ছে, ভাইরাসটিকে দমন করুন, দমন করুন, দমন করুন, '' বলছেন ঘেব্রেইয়েসাস।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement