১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ড. ইউনূসের সাক্ষাৎকার ‘ভালোভাবে নেয়নি’ ভারত, বৈঠক অনিশ্চিত

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি - ছবি : সংগৃহীত

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নিতে পারেনি ভারত সরকার।

ভারতের সরকারি বার্তা সংস্থাটিকে দেয়া ওই সাক্ষাৎকারে ড. ইউনূস বাংলাদেশের সদ্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন।

ভারতের আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শনিবার (৭ সেপ্টেম্বর) এসব বিষয় উল্লেখ করে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, এ কারণে জাতিসঙ্ঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক না-ও হতে পারে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাতিসঙ্ঘে মোদির সাথে ড. ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। কারণ নিউইয়র্কে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।

বিষয়টির সংশ্লিষ্ট ব্যক্তিদের (নাম প্রকাশ না করার শর্তে) উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, ড. ইউনূসের বক্তব্যের জেরে দ্বিপক্ষীয় বৈঠকটি না-ও হতে পারে। কারণ ড. ইউনূসের বক্তব্য ভালোভাবে নিতে পারেনি দিল্লি।

অধ্যাপক ইউনূস পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিকনির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা ইউনূস আরো বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে।

এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ড. ইউনূস।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওইদিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে সেখানেই আছেন তিনি।

তার পালিয়ে যাওয়ার তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এরপর গত ১৬ আগস্ট ড. ইউনূসকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি বাংলাদেশে বসবাস করা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে সামনে এগিয়ে নেয়া যায় সে বিষয়েও আলোচনা করেন দুই নেতা।


আরো সংবাদ



premium cement
ইউনূসের সাথে সাক্ষাত হচ্ছে না মোদির লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের

সকল