প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির ঈদের শুভেচ্ছা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জুন ২০২৪, ১২:২৯, আপডেট: ১৬ জুন ২০২৪, ১২:৩৪
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী মোদি চিঠিতে লিখেছেন, এই উৎসব ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে প্রয়োজনীয়।
ঈদুল আজহাকে বহুসাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন তিনি।
এছাড়াও চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন মোদি।
ঈদের ছুটি শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন শেখ হাসিনা।
সূত্র : ইউএনবি