১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ

বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ - ছবি : সংগৃহীত

চীনের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, অতিরিক্ত সচিব তাসলিমা কানিজ নাহিদা, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক মো: নুরুজ্জামান, জেডিপিসির নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাস, চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়ং এবং অ্যাটাশে লি জিচেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, চীনের রাষ্ট্রদূত বিভিন্ন খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।

সাক্ষাৎকালে তারা চীনা শিক্ষার্থীদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের বস্ত্র ও পাট খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন।

চীনের রাষ্ট্রদূত টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে চীন তার সহযোগিতা অব্যাহত রাখবে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম

সকল