২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

খায়রুজ্জামানকে ফিরিয়ে নিতে পারবে না বাংলাদেশ : ইউএনএইচসিআর

খায়রুজ্জামানকে ফিরিয়ে নিতে পারবে না বাংলাদেশ : ইউএনএইচসিআর - ছবি : নয়া দিগন্ত

জেলহত্যা মামলার আসামি মালয়েশিয়ার সাবেক হাইকমিশনার মোহাম্মদ আখতারুজ্জামানকে সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের পুলিশ তাকে গ্রেফতার করেছে। বাংলাদেশের সরকার তাকে দেশে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড ন্যাশন হাইকমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) বলছে এম খায়রুজ্জামান মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে অবস্থান করায় তাকে বাংলাদেশে ফিরিয়ে নেয়া সম্ভব নয়। কারণ এটা হবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর দেশটির সংবাদমাধ্যমে এক মেইলের মাধ্যমে আরো জানিয়েছে, মালয়েশিয়ার সরকার তাকে তাদের মূল দেশে ফেরত পাঠাতে পারে না, কারণ এটি আন্তর্জাতিক আইনের লংঘন হবে। শরণার্থী পুনর্বাসন আইন অনুযায়ী সরকার কোনো শরণার্থীকে এমন কোনো স্থানে পাঠাতে পারে না যেখান তার জীবন হুমকির মুখে পড়বে। শরণার্থীদের মর্যাদা সম্পর্কিত ১৯৫১ সালের কনভেনশন চুক্তি অনুযায়ী ওই আইনটি সকল দেশের জন্য বাধ্যতামূলক।

বাংলাদেশ সরকারের অনুরোধে এম খায়রুজ্জামানকে বুধবার (৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের আমপাংয়ে দেশটির অভিবাসন পুলিশ তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। এম খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। ১৯৭৫ সালের জেলহত্যা মামলায় তিনি অভিযুক্ত ছিলেন এবং পরে খালাস পেয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন।

২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ঝুঁকি নিয়ে খায়রুজ্জামান কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী কার্ড পেয়ে যান এবং সেখানেই থেকে যান।

মালয়েশিয়ার বার কাউন্সিলের অভিবাসী ও শরণার্থী কমিটির সহ-সভাপতি বলেন, ‘কোনো ব্যক্তিকে জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক কারণে তার জীবন বা স্বাধীনতা হুমকির সম্মুখীন হলে সরকারের তাকে ফেরত পাঠানো উচিত নয়।’

এদিকে খায়রুজ্জামানের স্ত্রী রিতা রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র তার গ্রিন কার্ডের আবেদন মঞ্জুর করেছে। কিন্তু মালয়েশিয়ার পুলিশের নিরাপত্তা যাচাইয়ের অপেক্ষায় ছিল, যা অনেক আবেদন করা সত্ত্বেও প্রত্যাখ্যান করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
রাজধানীতে সংঘর্ষে ২ যুবক নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছিল আ’লীগ : হামিদ আজাদ ভাইকে হত্যা করাতে ১৪ মাসের ষড়যন্ত্র ভান্ডালজুড়ি শোধনাগার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মানববন্ধন নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক রনো ও তার পরিবার চট্টগ্রাম পানগাঁও নৌরুট জনপ্রিয় করার উদ্যোগ

সকল