২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা মোমেন ও শাহরিয়ারের

- সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর দ্রুত আরোগ্য কামনা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

প্রণব মুখার্জির কার্যালয়ে পাঠানো এক বার্তায় ড. মোমেন বলেন, ‘প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে প্রণব মুখার্জি সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। আমি স্বস্ত্রীক তার সরকারি বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরে আসার অনুরোধ করেছিলাম। আমি প্রত্যাশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন।’

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমও করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশের অন্যতম বন্ধু প্রণব মুখার্জী দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে, সোমবার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিজেই টুইটে জানিয়েছেন।

টুইট বার্তায় তিনি লেখেন, ‘অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে আমার আবেদন নিজেদেরা কোয়ারান্টাইন করুন এবং করোনা টেস্ট করিয়ে নিন।’

এদিকে, প্রণব মুখার্জীর করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই তার আরোগ্য কামনা করে টুইটে শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন দেশটির ও বিভিন্ন দেশের রাজনীতিবিদরা। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement