বাংলাদেশীদের জন্য ভিসা আরো সহজ করল থাইল্যান্ড
- কূটনৈতিক প্রতিবেদক
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৮
বাংলাদেশী নাগরিকদের জন্য ই-ভিসা আবেদন আরো সহজ করেছে থাইল্যান্ড। চিকিৎসা, সেমিনার ও ক্রীড়া অনুষ্ঠান ক্যাটাগরিতে ভিসা আবেদন সহজ করেছে দেশটি।
রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার থাইল্যান্ডের দূতাবাস থেকে জানানো হয়েছে, ই-ভিসা আবেদনকারীদের জন্য উন্নত সেবা চালু করা হয়েছে। এ দিন থেকে তিন ক্যাটাগরিতে অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে।
প্রথমত, ক্যান্সার চিকিৎসা, কেমোথেরাপি, জটিল অস্ত্রোপচার ও হৃদরোগের মতো জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন রয়েছে, এমন গুরুতর রোগীদের, সেইসাথে জটিলতার সম্মুখীন বা প্রসবের অপেক্ষায় থাকা গর্ভবতী আবেদনকারীদের পরামর্শ দেয়া হচ্ছে যে তারা থাই হাসপাতাল বা বাংলাদেশে অবস্থিত হাসপাতালের প্রতিনিধির সাথে যোগাযোগ করে জরুরি অবস্থা নিশ্চিত করতে এবং দূতাবাসে তাদের অনুরোধ জানাতে পারেন। প্রতিটি রোগীকে একজন অ্যাটেন্ডেন্ট আনতে অনুমতি দেয়া হয়। অতিরিক্ত অ্যাটেন্ডেন্ট নেয়ার জন্য স্বাভাবিক নিয়মে ভিসার আবেদন করতে পারেন।
দ্বিতীয়ত, ব্যাংককে জাতিসঙ্ঘের সংস্থাগুলো আয়োজিত সম্মেলন, সেমিনার ও কর্মশালায় যোগ দিতে ভিসা সুবিধার জন্য আয়োজক সংস্থাকে অংশগ্রহণকারীদের নাম ও যোগাযোগের বিবরণ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অংশগ্রহণকারীরা অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে অবহিত করার জন্য দূতাবাসে ই-মেইলও করতে পারেন।
তৃতীয়ত, থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দিতে ক্রীড়াবিদদের থাইল্যান্ডের সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা অথবা কর্তৃপক্ষের কাছে ভিসা সুবিধার জন্য অংশগ্রহণকারী নাম ও যোগাযোগের বিবরণ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অংশগ্রহণকারীরা ইভেন্ট সম্পর্কে আগে থেকে জানাতে দূতাবাসে ই-মেইল করতে পারেন।
থাই দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীদের উন্নত সেবা দেয়ার জন্য আবেদন ও অর্থপ্রদান ব্যবস্থা আপগ্রেড করার জন্য দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। ভিসা প্রক্রিয়াকরণে কমপক্ষে ১০ কার্যদিবস সময় প্রয়োজন। তাই ভিসাপ্রত্যাশীদের আবেদন যত দ্রুত সম্ভব জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান মাঘী পূর্ণিমা পালনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকার থাই দূতাবাস বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা