২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

বেলজিয়ামের রাজা ও থাই প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক

সুইজারল্যান্ডের দাভোসে থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ - ছবি : বাসস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

একই সাথে প্রধান উপদেষ্টা আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সাথেও সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় আলোচনা করেন।

এছাড়া তিনি জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি এন্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক ওলফগ্যাং শ্মিটের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা আজ ব্যস্ত দিন কাটাবেন। তার ১৪টি বৈঠকে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

আজাদ মজুমদার বলেন, আজ প্রধান উপদেষ্টা দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের সাথে বৈঠক করবেন।

গতকাল অধ্যাপক ইউনূস দাভোসে ছয়টি বৈঠকে যোগ দেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথেও সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

এছাড়া প্রধান উপদেষ্টা গতকাল জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সাথেও বৈঠক করেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে : এসএমপি কমিশনার ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে ১২ জনের মৃত্যু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ থাকা প্রয়োজন : বিবিসিকে মির্জা ফখরুল এফবিআইয়ের প্রতিনিধি দলের সিটিটিসি কার্যালয় পরিদর্শন পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন সিলেটে সিএনজি অটোরিকশা চোরচক্রের নারীসহ গ্রেফতার ৩ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন রাইডিং শেয়ারিং চালকের কারণে গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা চালক ও পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি বাতিল

সকল