চীন থেকে ৪ লাখ ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে চুক্তি
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৪, আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:৫৭
চলতি বছরের জন্য চীন থেকে ৪ লাখ ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করবে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং চীনা কোম্পানি বানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
গতকাল শুক্রবার চীনের ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুঝোউতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিএডিসির চেয়ারম্যান মো: রুহুল আমিন খান এবং বানিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার লি জিন চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিঞাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় প্রতি টন সারের মূল্য আগের তুলনায় দুই ডলার কমেছে। এতে সরকারের প্রায় ১১ কোটি টাকা সাশ্রয় হবে।
বিএডিসি সূত্র জানায়, চলতি বছরেও কৃষকদের কাছে নন-ইউরিয়া সারের সুষম সরবরাহ নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএডিসি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা