১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বাংলাদেশে অগ্রাধিকারভিত্তিক সংস্কারে ঐকমত্যের আহ্বান ইইউয়ের

রোববার (১২ জানুয়ারি) গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার - ফাইল ছবি

১৫ জানুয়ারি প্রথম চারটি সংস্কার কমিশনের সুপারিশ জমা দেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখন অগ্রাধিকারভিত্তিতে সংস্কারগুলো চিহ্নিত করার জন্য অন্তর্বর্তী সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের দিকে তাকিয়ে রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ইইউ বলেছে, তারা গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের ওপর উচ্চাভিলাষী সংস্কারে সমর্থন দিতে প্রস্তুত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গত ডিসেম্বর মাসে দেয়া ঘোষণার পর বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, সবার জন্য ন্যায্যতা ও নিরাপত্তার নীতি নিশ্চিত করতে মানবাধিকার সমুন্নত রাখা এবং বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে তারা নিবেদিত।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সাথে শ্রম অধিকার, বিচার বিভাগীয় সংস্কার ও সন্ত্রাস দমন বিষয়ে ইতোমধ্যে আলোচনা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement