১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন - ছবি : সংগৃহীত

বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তিনটি দেশের সাথে আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করব। কাউকে অসন্তুষ্ট করতে চাই না। নিজেদের স্বার্থ রক্ষা করে তাদের সাথে সম্পর্ক রাখব।’

বুধবার (১৫ জানুয়ারি) আসন্ন চীন সফর উপলক্ষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সাথে সম্পর্ক বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বড় রাষ্ট্রের সাথে সম্পর্ক সরকারনির্ভর নয়। নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে। সেটা আমরা দেখব। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পর বাংলাদেশের সাথে সম্পর্কে হোঁচট খাবে তা আমরা মনে করি না।

তিনি বলেন, সম্পর্ক একটি বহমান জিনিস। স্বাভাবিকভাবে চলবে। পারস্পরিক চাওয়া-পাওয়ার পরিবর্তন কম-বেশি সবসময়ই হয়। তখন আমরা যে পদক্ষেপ নেয়ার, আমরা তা নেব এবং পারব।

আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি চীন সফর করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। এ সময় বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন। বেইজিং ও সাংহাইয়ে পৃথক গবেষণা সংগঠনে বক্তব্য দেয়ার কথা রয়েছে। এছাড়া কয়েকটি প্রযুক্তি কারখানাও পরিদর্শন করবেন তিনি।
সূত্র : ইউএনবি

 


আরো সংবাদ



premium cement
আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা ফের ইউরোপের মাঠে ফিরতে যাচ্ছে মেসি! জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার আওয়ামী লীগের সাথে আপসের কোনো সুযোগ নেই : প্রেস সচিব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা খসড়া তালিকায় আল আমিন-জীবনরা এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি বিশ্বকাপ খো খো : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ

সকল