১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত

১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয়

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। - ছবি : বাসস।

অন্তর্বর্তী সরকার ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আহত ১১ জনের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আরো ২৮ জন আহতকে একই রকম চিকিৎসার জন্য পাঠানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, 'এখন পর্যন্ত ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে দুজন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। আরো ২৮ জনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।'

আলম উল্লেখ করেন, ২৮ জনের মধ্যে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ট সমন্বয়ের মাধ্যমে ১-৮ জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত আটজন এবং তাদের পরিবারের চার সদস্যের জন্য দ্রুত ভিসা প্রদান নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

মুখপাত্র বলেন, এই প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোর সহযোগিতা রয়েছে।

আলম আরো বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার দিয়েছে এবং ঢাকায় সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ট যোগাযোগ বজায় রেখেছে, যারা তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করেছে।'

পররাষ্ট্র মন্ত্রণালয় আহত ব্যক্তিদের বিদেশে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাজ করার ক্ষেত্রে এই উদ্যোগের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় চিকিৎসা বিবরণ, আর্থিক সহায়তা ও ডকুমেন্টেশন সরবরাহ করেছে।

আলম বলেন, 'বাংলাদেশের বিদেশি মিশনগুলো এবং ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর সম্মিলিত প্রচেষ্টা এ প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে।'

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি তদারকি করছে এবং সর্বাধিক সহায়তা প্রদানের জন্য নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করছে।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী শ্রীলঙ্কাকে চতুর্থবার হোয়াইটওয়াশের মিশন নিউজিল্যান্ডের কুষ্টিয়ায় টংঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করল বিজিবি খুলনার প্রথম হার, জয়ের ধারায় ফিরল রাজশাহী গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় পেসার বরুন ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচার হাসিনার বিচার দেখতে চায় জনগণ : সারজিস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : উপদেষ্টা মাতৃভূমিতে নারী শিক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মালালা দোহারে ব্যাচ-৭৫ পুনর্মিলনী অনুষ্ঠান

সকল