০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাসিনার পতনের পর ভারতে দলে দলে প্রবেশের চেষ্টার তথ্য সঠিক নয়

বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা - সংগৃহীত

শেখ হাসিনা সরকার পতনের পর হাজার হাজার বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে বলে যে খবর প্রচারিত হয়েছে তার সঠিক নয়। সাম্প্রতিক সময়ের এবং গত ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে ভারতীয় শীর্ষ গণমাধ্যম দ্য হিন্দু।

রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্তে ভারতে অবৈধভাবে প্রবেশ অথবা বাহির হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তে মোট এক হাজার ৩৯৩ বাংলাদেশীকে আটক করা হয়। আর ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ১৪৪ জন।

সব মিলিয়ে চলতি বছর বাংলাদেশ সীমান্তে মোট তিন হাজার ৯০৭ অবৈধ লোককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে বাংলাদেশ-ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে।

এর আগে ২০২৩ সালে সীমান্ত থেকে মোট পাঁচ হাজার ৯৫ জনকে আটক করেছিল বিএসএফ, যার মধ্যে তিন হাজার ১৩৭ জনই ছিল বাংলাদেশী।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অর্থাৎ ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে এর আগে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল।

এছাড়া ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে সীমান্তে আটক বাংলাদেশীর সংখ্যা ছিল যথাক্রমে দুই হাজার ৯৯৫, দুই হাজার ৪৮০, তিন হাজার ২৯৫, দুই হাজার ৪৫১ ও তিন হাজার ৭৪ জন।

এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি। বরং শেখ হাসিনার সময়ও এই সংখ্যাক মানুষ এভাবে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে জামায়াত নেতার ওপর হামলা, গ্রেফতার ১ জাবির কর্মকর্তা-কর্মচারীর বরখাস্তের আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন মমতা ব্যানার্জীর বক্তব্য খুব সুষ্ঠু পদক্ষেপ না : পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭০৫ ইবিতে নতুন প্রো-ভিসি ড. এয়াকুব, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর সার্ক প্রক্রিয়ার অগ্রগতিতে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে বাংলাদেশ : মহাসচিব সারওয়ার প্রশ্নফাঁসের অভিযোগে রেলের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল ৭ কলেজের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ সংখ্যালঘু ইস্যুতে ব্রিফিংয়ে যোগ দিয়েছেন যেসব কূটনীতিক নির্বাচনের আগে জনগণের আস্থা অর্জন করতে হবে : নজরুল ইসলাম দাফনের ১১৮ দিন পর শহীদের লাশ উত্তোলন

সকল