২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিন - ছবি : সংগৃহীত

পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিন বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার কারণে ওই এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার ঢাকায় আইওএম-এর নতুন প্রধান ল্যান্স বনেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতা, পরিবেশগত অবক্ষয় এবং ওই এলাকায় এত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার কারণে জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়ে আলোকপাত করেন।

এতে আরো বলা হয়, পররাষ্ট্র সচিব দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য গ্লোবাল কমপ্যাক্ট (জিসিএম) বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আইওএম-এর প্রধান বাংলাদেশের সাথে আইওএম-এর দীর্ঘ সহযোগিতার কথা উল্লেখ করেন এবং এর কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

আলোচনায় অভিবাসনের নিয়মিত পথের প্রচার, জিসিএম বাস্তবায়ন ও ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের উন্নয়ন, দক্ষ অভিবাসন ও দক্ষতার মিলের জন্য ডাটাবেস উন্নয়ন, ডায়াস্পোরা সম্পৃক্তকরণ, মানব পাচার, প্রত্যাবাসন ও অনিয়মিত পরিস্থিতি এবং মানবিক সঙ্কটে বাংলাদেশী নাগরিকদের পুনর্মিলন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন, তৃতীয় দেশে পুনর্বাসনের সুযোগ, স্থানীয় জনগোষ্ঠীর সংগ্রাম ও চ্যালেঞ্জ এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement