বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ নভেম্বর ২০২৪, ২৩:৪৩
বাংলাদেশ সম্পর্কে শুধু রফতানি গন্তব্য হিসেবে নয়, একটি উৎপাদনের উৎস হিসেবেও বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিভিন্নভাবে বেলজিয়ামের ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে।
রোববার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ সভায় এ আগ্রহের কথা জানানো হয়।
এছাড়া উভয় পক্ষই এনআইসিআরএইচ-বিডি ও বোর্ডেট ক্যান্সার ইনস্টিটিউট-বিই’র মধ্যে একটি এমওইউট-এর পৃষ্ঠপোষকতায় ক্যান্সার গবেষণায় সহযোগিতার আশা প্রকাশ করেছে।
আজ পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরামর্শ সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো: নজরুল ইসলাম এবং বেলজিয়াম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মহাপরিচালক জেরোইন কুরেম্যান।
বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত দিদিয়ের ভান্ডারহাসেল্ট এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এই পরামর্শ সভায় যোগ দেন।
এ বছরের জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার, অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদ্ধতিগত সংস্কারসহ অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার নিয়ে সংক্ষিপ্ত আলোকপাতের মাধ্যমে আলোচনা শুরু হয়।
রাষ্ট্রদূত ইসলাম অন্তর্বর্তী সরকারের সাথে সম্পৃক্ত থাকতে প্রস্তুত থাকায় সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য বেলজিয়ামকে ধন্যবাদ জানান।
সূত্র : বাসস