২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষ কর্মীদের জন্য অভিবাসন নিরাপদ ও নিয়মিত করতে আইওএমের আহ্বান

- ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।

চাকরিপ্রার্থীদের জন্য ডাটাবেস তৈরি এবং দক্ষ কর্মী নির্বাচনে প্রোফাইলিং ও ম্যাচিংয়ের মতো প্রক্রিয়ায় ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দফতরে পরিচয়পত্র পেশ করতে গেলে দুজনের আলোচনায় এ বিষয়টি উঠে আসে। এ সময় আইওএমের নতুন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানান উপদেষ্টা।

বোনো উল্লেখ করেন, নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএমের কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারের একটি।

বাংলাদেশে আইওএমের কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement