১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন, যা জানালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার - ছবি : সংগৃহীত

আমরা শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন, ‘আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, ছাত্রদের ৫ আগস্টের বিপ্লব দেশকে আবারো সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটির শুরু হয়েছিল। আমরা দেখেছি, ভেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে।’ এর পর তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে এ ব্যাপারে আপনার কী কোনো কথা হয়েছে?”

জবাবে মিলার বলেন, ‘বাংলাদেশের সাথে আলাদাভাবে কী কথা হয়েছে সেটি এখানে আমি বলব না। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি যে আমরা শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক।’

এরপর বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়ার বিষয়ে প্রশ্ন করেন ওই ভারতীয় সাংবাদিক।

তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হামলার মধ্যেই সম্প্রতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেয়ার বিষয়ে কথা বলেছেন। এ ব্যাপারে মিলারের বক্তব্য জানতে চান ওই সাংবাদিক।

জবাবে মিলার জানান, তিনি প্রশ্নটি আমলে নিচ্ছেন এবং এ বিষয়ে তাদের কিছু বলার আছে কিনা তা পরে জানাবেন।


আরো সংবাদ



premium cement
আওয়ামী পুনর্বাসনের উদ্যোক্তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে : হাসনাত মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন লেবাননে পৌঁছেছেন সারাদেশে ৯৯.৪৩ শতাংশ গার্মেন্টসই খোলা : বিজিএমইএ চিরিরবন্দরে দফতরীর লাশ উদ্ধার ইরান-রাশিয়ার ওপর ইইউ ও ব্রিটেনের নিষেধাজ্ঞা চীনের মধ্যাঞ্চলের স্কুলে গাড়ি দুর্ঘটনায় বেশ ক’জন শিশু আহত সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা : কক্সবাজারে কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ অবৈধ অভিবাসী তাড়াতে সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা ট্রাম্পের নির্বাচনী সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনায় মঈন খান ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা টিম ট্রাম্পের সিলেটে ভারতীয় কসমেটিক্সসহ ৫০ লাখ টাকার পণ্য উদ্ধার

সকল