২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চীন যাচ্ছেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান - ছবি : ইউএনবি

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এক সরকারি সফরে শুক্রবার (৮ নভেম্বর) চীনের উদ্দেশে রওনা হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমান বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে।

সফরকালে বিমান বাহিনী প্রধান ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে (ঝুহাই এয়ারশো) যোগ দেবেন এবং সংশ্লিষ্ট ফোরামে অংশ নেবেন।

তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (ক্যাটিক) সদর দফতরও পরিদর্শন করবেন।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

এয়ার চিফ মার্শাল খান ১৬ নভেম্বর দেশে ফিরবেন।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement