৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে অপার বাণিজ্য সম্ভাবনা রয়েছে’

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে জোর দিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ্র (এফবিসিসিআই) -এর প্রশাসক মো: হাফিজুর রহমান বলেছেন, দু’দেশের মধ্যকার অপার বাণিজ্য সম্ভাবনা রয়েছে। কিন্তু আমদানি-রফতানিতে বেশ ঘাটতি রয়েছে।

বুধবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ -এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এফবিসিসিআই প্রশাসক মো: হাফিজুর রহমান এ সব কথা বলেছেন।

এফবিসিসিআই গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, বিটুবি সভা, যৌথ বিজনেস কাউন্সিল, উভয় দেশের মান নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সার্টিফিকেট গ্রহণ, হালাল খাদ্য আমদানি-রফতানি, এসএমই, ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য সম্ভাবনাময় খাত নিয়ে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে এফবিসিসিআই -এর প্রশাসক মো: হাফিজুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে পাকিস্তানে মাত্র ১০০ মিলিয়ন ডলারের পন্য রফতানি হয়, যেখানে পাকিস্তান থেকে আমদানি ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার।

তিনি বলেন, বাংলাদেশের পাট ও পাটজাতপণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় এসএমই পণ্যের রফতানি বাড়াতে সহযোগিতা দরকার। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক শক্তিশালীকরণের পাশাপাশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরিতে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সর্বদা সক্রিয় থাকবে।

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে যৌথ বিজনেস কাউন্সিলকে আরো সক্রিয় করতে কাজ করতে হবে। এজন্য দুই দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকা কার্যকর করতে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং এফপিসিসিআই -এর মধ্যে একটি ভার্চুয়াল সভা আয়োজন করা যেতে পারে।

সভায় এফবিসিসিআইয়ের মহাসচিব মো: আলমগীর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মো: জাফর ইকবাল এনডিসি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement