১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

র‌্যাচেল কুশনারের উপন্যাস সেরাদের তালিকায়

-

আমেরিকান লেখিকা র‌্যাচেল কুশনার এ বছর বুকার পুরস্কারের লংলিস্টে স্থান পাওয়া একজন। তার উপন্যাসের নাম ‘ক্রিয়েশন লেক’। ৫ সেপ্টেম্বর প্রকাশিত বইটি গার্ডিয়ানের করা দি বেস্ট নিউ নভেলস অব অটাম ২৪-এর ৯টি বইয়ের তালিকায়ও স্থান পেয়েছে। বেস্ট অটাম তালিকায় আছে জাপানের হারুকি মুরাকামি ও ব্রিটিশ লেখিকা আলি স্মিথের বইও। ৫৫ বছর বয়সী র‌্যাচেলের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে টেলেক্স ফ্রম কিউবা (২০০৮), দ্য ফ্লেমথ্রোয়ার্স (২০১৩) এবং দ্য মার্স রুম (২০১৮)। এসব উপন্যাসের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত। সমালোচদের মতে ক্রিয়েশন লেক কুশনারের শ্রেষ্ঠ কৃতিত্ব। এটিকে উচ্চ শিল্পসুষমা মণ্ডিত কাজ, উচ্চ কমেডি এবং অবিস্মরণীয় আনন্দঘন সাহিত্য হিসেবে বর্ণনা করা হয়েছে। ক্রিয়েশন লেক স্যাডি স্মিথ নামের একজন সিক্রেট এজেন্ট, চৌত্রিশ বছর বয়সী এক মহিলার নির্মম কাহিনী। আমেরিকান প্রাইভেট ইনভেস্টিগেটর স্যাডি স্মিথ পরিবেশ ধ্বংসকারী একটি চক্রকে মূলোৎপাটন করতে ফ্রান্সে ঝাঁপিয়ে পড়েন। শতাব্দী প্রাচীন খামার এবং প্রাচীন গুহাগুলোর এই অঞ্চলে স্যাডি ব্রুনো ল্যাকম্ব নামে একটি রহস্যময় ব্যক্তিত্বের মাধ্যমে প্রবেশ করেন, যিনি শুধুমাত্র ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন এমন তরুণ কর্মীদের একজন পরামর্শদাতা। ব্রুনো বিশ্বাস করেন যে আধুনিক জীবনের সমস্যা থেকে মুক্তির পথ বিদ্রোহ নয়, বরং প্রাচীন অতীতে ফিরে আসা। ব্রুনো ল্যাকম্ব তাকে তার বুদ্ধিদীপ্ত পাল্টা-ইতিহাস, তার শিল্পপূর্ণ কথন, তার নিজের ট্র্যাজিক গল্প দিয়ে বিমোহিত করেছেন। র‌্যাচেল কুশনার এর আগেও বুকার পুরস্কারের ফাইনালিস্ট ছিলেন, দুইবারের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট, এবং তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাধর লেখকদের একজন বলে সমালোচকদের দ্বারা স্বীকৃত। কুশনারের তৃতীয় উপন্যাস দ্য মার্স রুম ২০১৮ সালে ম্যান বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়। ২০১৬ সালে কুশনার ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ সংস্থার একটি প্রকল্পের অংশ হিসাবে ইসরাইলি দখলদারিত্বের ওপর একটি বইয়ের জন্য নিবন্ধ লিখতে ইসরাইল সফর করেন। মাইকেল চ্যাবন এবং আইলেট ওয়াল্ডম্যান দ্বারা সম্পাদিত বইটি ‘কিংডম অফ অলিভস অ্যান্ড অ্যাশ : রাইটার্স কনফ্রন্ট দ্য অকুপেশন’ নামে ২০১৭-এ প্রকাশিত হয়।


আরো সংবাদ



premium cement