১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
আবু জুবায়ের

অসমাপ্ত বিপ্লব

-

একটি তর্জন-গর্জনের কণ্ঠস্বর,
যার আগুন এখনও জ্বলছে হৃদয়ের গভীর প্রান্তে
বিপ্লবের অর্ধেক পথে আমরা দাঁড়িয়ে,
অদ্যাবধি শেষ হয়নি সংগ্রামের ধমক।

আলোর চেয়ে তীব্র এক অন্ধকারের মধ্যে
আমরা খুঁজে ফিরছি মুক্তির পথ
বেদনার গহ্বরে চলতে থাকা অনিঃশেষ যুদ্ধ সে
যা বদলে দেবে পৃথিবীর সবকিছু একদিন।

ইস্পাতের মতো শক্তি আমাদের ভিতর
যার গর্জনে কাঁপছে পুরনো পৃথিবী,
অসমাপ্ত, অর্ধেক পূর্ণ, অসমাপ্ত সেই বিপ্লব,
সঞ্চিত আশা এখনও অপেক্ষায় আছে সময়ের।


আরো সংবাদ



premium cement