১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
আমিনুল কাদের মির্জা

সত্য বলতে পারি না

-

বাংলার প্রান্তর মাঠ ঘাট বিশাল চরাচর ঢেকে দেয়া সবুজ
জুলাই ছাড়িয়ে আরো পরেও, ক্রমাগত লাল হতে থাকে,
স্বদেশী হায়েনার নির্মম গুলিতে।
তারপর টেকনাফ থেকে তেঁতুলিয়া,
পূর্ব-পশ্চিমে সমগ্র বাংলাদেশ রক্তিম হয়ে ওঠে ,
মৃত্যুঞ্জয়ী জেন-জেড আবু সাঈদ, মীর মুগ্ধ, আনিকা তাসনিম
আর জানা অজানা অগণিত বীর শহীদের শোণিত ধারায়।

তবু আমার বুকের জমিনে কাঁপন ধরে না,ঝড় ওঠে না
সত্য বলতে পারি না,কণ্ঠ যেন চেপে ধরে কেউ
মিথ্যে আশ্বাসে, অনিশ্চিত বিশ্বাসের প্রবঞ্চনায় ভুগি
কায়েমী স্বার্থের দোসর, ভোগবাদী আমি।

আহা! একী অন্ধকার জীবন, অভিশাপে ভরা
৩৬ জুলাই ২০২৪, মুক্তির মহান দিনেও জড়জীব
মননে, মানসে মানুষ নই আমি, ধিক!
নরকের কীট, চরম নিগ্রহ প্রাপ্য আমার।


আরো সংবাদ



premium cement