ঐক্য-শিখা
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
দাসপ্রথা গেছে,
বাসপ্রথা কেনো তবে?
জাতিসংঘের দেশ কি কখনো একজাতিদেশ হবে?
বহু দেশ পতাকায়
মিলিত ঐক্যে ভূমি সুগঠন, নিয়েছে উচ্চতায়।
শরীরে আধা’শ রাজ্যমিলন,
মানুষও মিলায় মন,
বৃক্ষবিকাশে শিকড়ের পাশে ডাল-পাতা প্রয়োজন।
যে মাটি এখন মহামাটি-পীঠ, মহাসাগরের মালা,
মহামানবিক দেশের দরোজা বর্ণ-বিভেদ-তালা...
আদি আর নব অধিবাসী মিলে ত্রি-বেণীর সমাগম,
সাদা-কালো পাশে বিনীত বাদামি, নিরজনে গমাগম।
আফ্রো-এশিয়া ইউরোপ রাশা
উত্তর অ্যামেরিকা,
পৃথিবীবৃহৎ মিলনবারতা, ক্ষমতা নির্দেশিকা।
গাঁথা ও গাঁথুনি, যুদ্ধ স্বাধীন, গণনীতি জনে জনে,
‘অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল’, মনে।
মেধা-খনি অ্যামেরিকা,
লিবার্টি অব স্ট্যাচু-এর প্রতীক ঐক্য-শিখা।
গর্ব শিরোপাধারী
শীর্ষ সূচক খর্ব করো না, হে মহা-পরোপকারী।
বর্ণের চেয়ে ধর্মের চেয়ে বর্ম-বাঁধন দাবি,
ঐক্যের তালা কেনো তাক করে ক্ষমতা তোমার চাবি!
ইতিহাসে অভাজন!
গড়নে-বরণে-চরণে ঐক্য, বৃথা হোক বিভাজন।
বহুজাতিকের বহুমাত্রিক, ক্ষমতাও অগণন,
অ্যামেরিকা সেতো যুক্তরাষ্ট্র, ঐক্যের জনগণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা