০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
রফিকুল নাজিম

আক্ষেপের জঞ্জাল

-

তারপর আক্ষেপের গলা টিপে টিপে তুমি খুন করো
ফেরার পথে পায়ে পায়ে পিষে দিয়ো যত আক্ষেপ,
তারপর তুমি ফিরে আসো আমাদের প্রতীক্ষার দিনে
চলো বৃষ্টিতে ভিজে এই জন্মের আক্ষেপ মুছে দেই
দেখো- কৃষ্ণচূড়ার পাপড়িতে ছেয়ে গেছে দিগন্তের পথ
সবুজ পাতার আড়ালে শিস দিচ্ছে মায়ার সেই পাখি
চলো- আমরা হাত ধরে হেঁটে যাই রাঙামাটির পথে
যতদূর হেঁটে যায় জীবন ও প্রেম; পাশাপাশি-সমান্তরাল।

তারপর তুমি এক জন্মের সব আক্ষেপ মুছে ফিরে আসো
ফিরে আসো আমার এই আক্ষেপের চরাচরে; শূন্য বুকে।
জীবনটা আর ক'দিনেরই- বলো,
আমি চলে গেলে- তোমার আক্ষেপেরা জঞ্জাল হয়ে যাবে।


আরো সংবাদ



premium cement