১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাহীন রেজা বন্ধু বৎসল ও সাহসী একজন

-

কখনো কখনো আত্মার সম্পর্কের কাছে রক্তের সম্পর্কও হার মানে। যেমনটি ঘটেছে আমার ও কবি শাহীন রেজার ক্ষেত্রে। তিনি আমার ভাই। সম্পর্কটা কিন্তু রক্তের নয়, আত্মার। তাই বলে এই সম্পর্ককে হেলা করার কোনো উপায় নেই। ভাই তো ভাই। আমার ভাইয়ের আনন্দে আমি হেসে উঠি আবার তার কষ্টে মুখ লুকিয়ে কাঁদি। শাহীন রেজা, কবি। কবির সংজ্ঞা বিশাল। বোন হয়ে সেই সংজ্ঞার নিরিখে আমি তাকে শনাক্ত করতে চাই না। একজন ভাইয়ের স্নেহবৃক্ষের ছায়ায় আমি দাঁড়িয়ে থাকতে চাই অনাদিকাল।
কবি শাহীন রেজা যখন আনুষ্ঠানিকভাবে বলে ওঠেন আমি তার বোন, তখন আমি খুব আনন্দ ও প্রশান্তি বোধ করি। জীবন চলার পথে চড়াই উতরাইয়ে কারো সাথে যখন একটি নির্মল সম্পর্ক স্থাপন হয় তখন তাকে যথেষ্ট সম্মান দিয়েই এগিয়ে নিয়ে যেতে হয় সুন্দর হতে সুন্দরের দিকে আর সে প্রয়াসই আমি লালন করি।
২৯ মে আমার এই ভাইয়ের জন্মদিন, তাই আমি আনন্দের সাথেই তাকে নিয়ে দু’কলম লিখতে আগ্রহী হয়েছি।
কবি হিসেবে শাহীন রেজাকে মূল্যায়ন করে কিছু লিখবার স্পর্ধা আমার নেই। তবে ভাই কবি শাহীন রেজাকে নিয়ে বলা বা লিখার অধিকার তো আমার রয়েছেই। সেই সাহস থেকেই আজ এই কলম ধরা।
কবি শাহীন রেজার সাথে আমার পরিচয় হয়েছিল ২০১৪ তে। যদিও তখন এখনকার মতো আন্তরিকতা ছিল না কিন্তু কবিকুলের মুখে তার নাম বা প্রশংসা শুনেছি তখন থেকেই। এরপর প্রত্যক্ষভাবেই দেখা ও জানার সুযোগ হয়েছে।

আমার জানা মতে, বহু অগ্রজ কবিই কবি শাহীন রেজাকে নিয়ে তাদের লিখিত বক্তব্যের মধ্যেই তার সাহিত্যকর্মের দীর্ঘ আলোচনা করেছেন। আর সে আলোচনা পাঠেই উঠে আসে বা বোঝা যায় এই কবির কবিতাশক্তি।
কবি আল মাহমুদ, কবি ফজল শাহাবুদ্দীন, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি নাসির আহমেদসহ আরো অনেকেই তার কবিতার মূল্যায়ন করেছেন।
প্রসঙ্গক্রমেই অগ্রজ কবি আল মুজাহিদীর কথা মনে পড়ছে।
বেশ কয়েক বছর আগে তিনি বলেছিলেন, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন শাহীন রেজার কবিতা প্রত্যাশিত স্থানেই অভিষিক্ত হবে!
আমার মনে হচ্ছে সে সময় এসে গেছে। লক্ষ করলে দেখা যায় কবি শাহীন রেজার কবিতা কখন যেন অগ্রজ কিংবা তরুণ কবি পাঠকদের হৃদয়ে নীরবে স্থান করে নিয়েছে। আর এই স্থান করে নেয়াটা আমাদের জন্য আনন্দ ও গর্বের।
অনেকেই বলেন, কবি শাহীন রেজার কবিতা খুব সহজ সরল ভাষায় নির্মিত এতে আমিও একমত, তবে বিস্মিত হই তখনই যখন দেখি এই সহজ সরল ভাষা দিয়েই কবি কিভাবে একটি সম্ভাবনার বৃক্ষ রচনা করেছেন। ভাব এবং সমৃদ্ধিতে তা কিভাবে কবিতা হয়ে উঠেছে। যেমন নির্মাণ কৌশল ঠিক তেমনি উপমা উৎপ্রেক্ষার প্রয়োগ। সহজ সরল ভাষা প্রয়োগে সবাইকে মোহাবিষ্ট করার এক আশ্চর্য দক্ষতা কবি শাহীন রেজাকে করে তুলেছে অতুলনীয় ও সূর্যস্পর্শী। ভাব আর ভাষার গভীরে নিমজ্জিত কবি শাহীন রেজার এক একটি কবিতা যেন জীবনবোধের এক একটি অতল সমুদ্র।

যেমন-
‘দ্বৈরথ’ কবিতার একটি পঙ্ক্তি উল্লেখ করা যেতে পারে।
‘বুকের নদীতে ছলাৎ ছলাৎ ঢেউ
মাঝিদের চোখ তবুও ঝিলিক খেলে’
এই পঙ্ক্তিটি বিশ্লেষণ করতে গেলে একটি দীর্ঘ প্রবন্ধ রচনা হবে বলে আমি মনে করি। আবার একই সাথে যখন তিনি বলেন,
‘অনাগত সব মুহূর্তই প্রজাপতি’
তখন পাঠক হোঁচট খান ভাবনার জগতে।
কী চমৎকার উদাহরণ...
যে সময় দূরে তা তো অনিশ্চিতের পথেই, সে আসতেও পারে নাও আসতে পারে, তাই কবি প্রজাপতি উড়ে যাওয়ার বর্ণনায় বাস্তবতাকে প্রতিষ্ঠিত করেছেন তার শব্দের শক্তিমত্তা দিয়ে।
এখানেই একজন কবির সার্থকতা।
আরো দুই একটি পঙ্ক্তি আমি উল্লেখ করতে চাই, যেমন-
‘আলেয়াকাব্য’ কবিতায়-
‘তুমুল জোছনাপাতেও আলোময় হয় না খেত
বেগুন মরিচের নিচে জমে থাকে অন্ধকার
চাষিদের নিড়ানি চোখ তবু সহজেই
খুঁজে আনে পতঙ্গের ধ্রুপদ ইঙ্গিত’
আহা কি গভীর মর্মজ্বালা!
এই যে সাধারণ শব্দে সমাজের খেটে খাওয়া কৃষকদের মনোকষ্টের ভেতরেও কিছু আশার ইঙ্গিত খোঁজা, তাদের কষ্টকে উপলব্ধি করে তা নান্দনিকভাবে প্রকাশ করা- এটি খুব সহজসাধ্য ব্যাপার নয়!
এমন কাব্যের রচনাকারী কবি শাহীন রেজা।
এরকম অসংখ্য পঙ্ক্তি রয়েছে তার কবিতার শরীরে।
তার কবিতার রন্ধ্রে রন্ধ্রে গাঁথা রয়েছে রাষ্ট্র ও সমাজের ব্যক্তিচরিত্রের লাল, নীল, সবুজ গল্প অনুভূতি সেই সাথে প্রেম বিরহের বৈচিত্র্যতাও সমানে সমান।
আমরা গর্বের সাথে বলতেই পারি কবি শাহীন রেজা একজন সময়ের শক্তিমান কবি।
শাহীন রেজা ব্যক্তিজীবনে খুবই বন্ধুবৎসল একজন মানুষ এবং সাহসী মানুষ বলেই আমার জানা।
আমি বোন হিসেবে আজ এই জন্ম দিবসে তার জন্য এই প্রার্থনাই রেখে গেলাম, সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ এবং দীর্ঘ নেক হায়াত দান করেন। আর এই সাহিত্যাঙ্গনে তিনি যেন কবিতার বরপুত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়ে বেঁচে থাকেন দীর্ঘকাল। শুভ জন্মদিন।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল