১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ফেরদৌস সালাম

স্বদেশের স্বরলিপি

-

প্রবল উন্মাদ আমি ভালোবাসি দোয়েলের শিস
দখিনা বাতাসে দোলে উঠোনের সজনার ডাল
রূপালী চাঁদের মায়া মুছে দেয় অনাহারী কাল
উন্নয়নে ঈর্ষান্বিত বিদেশিরা করে ফিসফিস।

কিশোরী সেলাই হাত সেও আনে আনন্দ ডলার
বিশ্বব্যাপী সমাদৃত বাংলার উজ্জ্বল পোশাক
ওদেরই পরিশ্রমে অর্থনীতি পেয়েছে যে বাঁক
আমরা কর্মীর জাতি ঘুচিয়েছি কষ্ট অন্ধকার।

পৃথিবীর দেশে দেশে মুখরিত গর্বিত বাঙালি
ঘরকুনো নয় তারা যোগ্যতার দণ্ডে চিরকাল
কর্ম গুণে ফিরিয়েছে সমুজ্জ্বল দেশের কপাল
কর্মদক্ষে প্রত্যেকেই নক্ষত্রের দীপ্ত দীপাবলী।
আমার সোনার দেশ মেট্রোরেল চলে ঝিকঝিক
স্বাধীন সত্তার আমি উন্নয়নে দ্রুতির অধিক!


আরো সংবাদ



premium cement