আজকাল কবিতা লেখা হয় না
- ০৩ মে ২০২৪, ০০:০৫
আজকাল কবিতা আর লিখতে পারি না-
কবিতা লিখতে গেলেই প্রতিটি হরফের ভেতরে
ভেসে ওঠে ফিলিস্তিনি শিশুর রক্তাক্ত মুখ,
গোলার আঘাতে ছিন্নভিন্ন হওয়া পুরুষ নারীর বুক।
আমার কবিতার পাতায় শকুনেরা হানা দেয়ে -
ইউক্রেন থেকে ফিলিস্তিন, নিপীড়িত যত সব দেশ,
রক্তাক্ত হয় আমার কবিতার খাতা, যার নেই কোন শেষ।
কবিতার ছন্দধ্বনির ভেতরে শুনি হকিস্টিকের আঘাতে
হাড়-গোড় ভেঙে যাওয়া আবরার ফাহাদের গোঁঙানি,
অগ্নিদগ্ধ নুসরাতের আর্ত চিৎকার আমার কবিতার অনুপ্রাস,
দুর্বৃত্তের আক্রমণে উচ্চকণ্ঠে বলেও ওঠা মুসকানের স্লোগানই
এখন আমার কবিতার অন্ত্যমিল।
আমার কবিতা লেখার কলমজুড়ে কেবল আর্তপীড়িত,
নিপীড়িত মানুষের হাহাকার,
এখন আর তাই অন্য কোন কবিতা লেখা হয়ে ওঠে না আমার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা