নিয়তির উপহার
- ০৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
কী বিষণœ সুন্দর নিয়তির সূক্ষ্ম উপহার!
না চাইতেই পাবে করতলে হোক জিত কিংবা হার; বোনাস পাবে প্রকৃতির করতালি -
ভাগ্য সুপ্রসন্ন হলে দূরাকাশে হাস্যোজ্জ্বল পাবে
চাঁদ একফালি।
ললাট-সঙ্কোচনে জ্বলে উঠবে নরকের অগ্নিশিখা সঙ্গী পাবে বিরূপ প্রতিবেশে সীমাহীন বিভীষিকা, খণ্ডিত হবে না তোমার পূর্বাঙ্কিত ভাগ্যলিপি- যদিও চাও লুকাতে গাঢ় নীল বলয়ে এঁটে শক্ত ছিপি হতে পারে মেধা-মননে অসামান্য তীক্ষèতা তোমার ইলমের প্রগাঢ় প্রতাপে শুষ্ক নদীতে জাগাও জোয়ার তবুও নিয়তি নির্ধারণ করে গতি শ্লথ কিংবা দুর্নিবার ইচ্ছেমাফিক যখন-তখন মিলবে না এপার-ওপার। চলিষ্ণুতার যতনা রয়েছে কলকাঠি-হয়তোবা তা
ভীষণ পরিপাটি তবুও তুমি ভীষণ আনাড়ি আত্মবোধে যদিও খাঁটি নিয়তির ঘেরাটোপে রয়েছো চিরবন্দী,
ফায়দা হবে না কোনো যতই করো লাগাতার
ফিকির-ফন্দী।
মেনে নিতে হয়, মেনে নাও প্রকৃতি প্রদত্ত উপহার হৃষ্টচিত্তে কিংবা অন্তরানলে পুড়ে হও ছারখার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা