তোমার শহর
- ২৯ মার্চ ২০২৪, ০০:০৫
আমি এসেছি পথ ভুলে তোমার নামীদামি শহরে আজ
হাজারো যন্ত্রণা নিয়ে তলপেটে বেঁধে
একটু ছুঁয়ে যদি দিতে তলপেটের সেই জায়গাটা
হয়তো জমে থাকা কষ্টগুলো পানি হয়ে ঝরে যেতো
তোমার নরম হাতের স্পর্শে,
ফিরে পেতাম আবার নতুন করে বেঁচে থাকার পথ
ভুলে যেতাম সব দুঃখ কষ্ট যন্ত্রণা।
এই শহরে এসেই জেনেছি, এই শহরের নাভিতে নাকি
লুকিয়ে থাকে এক নিখুঁত ভালোবাসা...
আমি সেটাই খুঁজছি অনন্তকাল ধরে অজস্র শহরে
কোথাও মিলেনি এমন নিষ্পাপ ভালোবাসার সন্ধান
ভুল করে আসা, তোমার শহরের পেয়ে গেলাম
হীরা মুক্তার মতো নিঃস্বার্থ ভালোবাসা,
জীবনের শেষ প্রান্তে এসে একটু নিঃশ্বাস নিতে পারছি।
তোমার শহরের চারিপাশ সরিষার হলুদ ফুলে সাজানো
মনে হয় এ যেন এক মায়াবী চাদর বিছানো হয়েছে
এই চাদর রঙিন দেখে আমার হৃদয় প্রাঙ্গণ নেচে উঠলো
ইচ্ছে করছে তোমার শহরে থেকে যেতে!
এখানে হয় তো ফিরে পাবো আমার পুরানো দিনগুলো
ভাবনা আবার হয়তো মাথা নাড়া দিয়ে উঠবে,
রঙ্গ মেলায় তোমাকে সঙ্গী করে পাবো, এটা মোর বিশ্বাস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা